ভর্তি বিজ্ঞপ্তি : ওয়েব ডিজাইন কোর্স
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Accelerating and Strengthening Skills for Economic Transformation ( ASSET) প্রকল্পের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ( এনএসডিএ ) কর্তৃক অনুমোদিত কম্পিটেন্সি ম্যান্ডেট অনুযায়ী নিম্নে উল্লেখিত মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (BWCCI) এর সহযোগিতায় সম্পূর্ণ বিনা খরচে ✅ওয়েব ডিজাইন কোর্সে বেকার, অনগ্রসর হতদরিদ্র সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধি নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীর নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
🗓️ কোর্সের মেয়াদ: ৪মাস/৩৬০ঘন্টা ✅ আসন সংখ্যা: ২৫জন
📚 ভর্তি যোগ্যতা :
🔸 ওয়েব ডিজাইন কোর্স : ✅নূন্যতম এইচএসসি শ্রেণি পাস ✅বয়স : ১৮-৫০বছর
🗓️ ভর্তির সময়সূচি:
🔸ভর্তি ফরম বিতরন ও জমাদানের শেষ তারিখ: ১০/০৭/২০২৪ইং
🔸ভর্তি পরীক্ষার তারিখ: ১১/০৭/২০২৪ইং সকাল ১১.০০ঘটিকা
🔸ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: ১৩/০৭/২০২৪ইং
🔸ক্লাস শুরুর তারিখ ১৫/০৭/২০২৪ইং
📚 প্রয়োজনীয় কাগজপত্রঃ
🔸জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের সত্যায়িত অনুলিপি।
🔸সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ৩কপি ছবি।
🔸সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি।
🌟 সুযোগ সুবিদাসমূহঃ
🔸নিয়মিত উপস্থিতির ভিত্তিতে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষ)
🔸হতদরিদ্র, মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্টীর বেকার যুব মহিলাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
🌟🌟🌟 বিঃদ্রঃ ট্রেনিং শেষে মূল্যায়ন পরীক্ষায় কৃতকার্য না হলে 🎓সার্টিফিকেট এবং যাতায়াত ও সম্মানী ভাতা 💵 প্রদান করা হবে না। কর্তৃপক্ষ যে কোন সময়ে উক্ত সময়সূচী ও যেকোনো ধরনের বিষয়ের উপর পরিবর্তন করতে পারবে।
🗺️ যোগাযোগ : 📞 মোবাইল ০১৬২৫২৬৪৪২৫
🗺️ ঠিকানা: ✅ ব্লক-ই, ✅বাড়ি নং ১৪, ✅মেইন রোড, (ট্রাষ্ট ব্যাংক বিল্ডিং ৪র্থ তলা), ✅শাহজালাল উপশহর, সিলেট