ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স ( ৩ বছর মেয়াদী কোর্স) -বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল এর অধীনে
প্রোগ্রাম পরিচিতিঃ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি একটি পেশাগত ডিগ্রি প্রোগ্রাম, যা নার্সিংয়ের মৌলিক ও মিডওয়াইফারির (প্রসূতি সেবা) বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে দক্ষ পেশাজীবী তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা রোগী যত্ন, জন্মকালীন সেবা ও স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে বাস্তব জ্ঞান অর্জন করে, যা তাদের কর্মজীবনে সফলভাবে অবদান রাখতে সক্ষম করে।
ভর্তির যোগ্যতাঃ
নার্সিং ডিপ্লোমা ভর্তীর জন্য ২০২১ বা ২০২২ সালে (সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিভাগে) SSC বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫ পেয়ে পাশ এবং ২০২৩ বা ২০২৪ সালে যে কোন বিভাগে HSC বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫ সহ মোট জিপিএ ৬ হলে ভর্তী পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবেন। তবে কোন পরীক্ষায় জিপিএ ২.৫ এর নীচে হলে ভর্তী পরীক্ষা দেয়ার সুযোগ নেই।
কোর্সের সময়কালঃ
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের মেয়াদ ৩ বছর।
ইন্টার্নশিপঃ
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল
সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতল
হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল
উচ্চ শিক্ষা
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহে উপরোক্ত বিষয়ের উপর উচ্চতর ডিগ্রী নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া্ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ অবারিত।
লাইব্রেরী:
ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার সুবিধার কথা বিবেচনা করে হোয়িইট পার্ল গ্রুপ বিষয় ভিত্তিক ও রেফারেন্স বই সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে। লাইব্রেরিতে দেশী বিদেশী হাজারো বইয়ের সমাবেশ তৈরী করা হয়েছে। প্রতি বছর নতুন নতুন বই সংযোজনের মাধ্যমে এ সংখ্যা বাড়াতে হোয়াইট পার্ল গ্রুপ সদাসচেষ্ট।
পেশাগত সনদঃ
বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল হতে পাশকৃত ছাত্র/ছাত্রীগণ লাইসেন্সিং পরীক্ষার মাধ্যমে রেজিষ্টার্ড নার্স হিসেবে লাইসেন্স গ্রহণ করে থাকেন।
চাকরির ক্ষেত্র সমূহঃ
বাংলাদেশ সরকারের সকল সরকারী হাসপাতাল, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক সমূহ, বিশেষায়িত প্রতিষ্ঠান ইত্যাদি।
যোগাযোগ:
সিলেট অফিস:
হোয়াইট পার্ল গ্রুপ অব ইনস্টিটিউশনস
বাড়ী নং ১৪, মেইন রোড, ব্লক – ই, শাহজালাল উপশহর
সিলেট।
মোবাইল: ০১৬২৫২৬৪৪২৫
মৌলভীবাজার:
হোয়াইট পার্ল নার্সিং কলেজ
ওয়াপদা রোড, মৌলভীবাজার
মোবাইল: ০১৭৮৬৪০০৬৪৩
এ এম নার্সিং ইনস্টিটিউট
ওয়াপদা রোড, বনবীথি আ/এ, মৌলভীবাজার
সুনামগঞ্জ:
আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজ
সদর হাসপাতাল রোড, সুনামগঞ্জ।
মোবাইল: ০১৬১২১৫৬৫৫৫
www.wp-bd.org