কেয়ারগিভিং ফর ইনফান্ট, টডলার এবং চিলড্রেন
প্রোগ্রাম পরিচিতি:
কেরগিভিং ফর ইনফান্ট, টডলার এন্ড চিলড্রেন কোর্সটি বিশেষভাবে শিশুদের যত্ন এবং তাদের সঠিক পরিচর্যা শেখার জন্য তৈরি।
এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা শৈশবকালীন বয়সের বিভিন্ন স্তরের জন্য প্রয়োজনীয় পরিচর্যা, পুষ্টি, স্বাস্থ্য এবং নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ
ধারণা এবং দক্ষতা অর্জন করবেন। শিশুদের সঠিক যত্ন ও পরিচর্যা প্রদান করার জন্য এটি একটি অপরিহার্য কোর্স যা শিশুদের শারীরিক,
মানসিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করবে।
কোর্সের উদ্দেশ্য:
1. শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।
2. শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়ন সম্পর্কে ধারণা প্রদান।
3. শিশুদের সঠিক পরিচর্যার জন্য সঠিক অভিভাবকত্বের দক্ষতা বৃদ্ধি করা।
4. শিশুদের সাথে সম্পর্ক তৈরি এবং তাদের চাহিদা বোঝার জন্য কার্যকর যোগাযোগ কৌশল শেখানো।
কোর্সের ভর্তির যোগ্যতা:
1. আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
2. অষ্টম শ্রেণী পাস বা তার সমমান।
কোর্সের মেয়াদ:
1) মেয়াদ: ৩ মাস / ৩৬০ ঘণ্টা
2) ক্লাস সংখ্যা: ৭২টি ক্লাস
3) থিওরি (Theory): ১ ঘণ্টা
4) প্র্যাকটিক্যাল (Practical): ৪ ঘণ্টা
প্রয়োজনীয় কাগজপত্র:
1) জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদের সত্যায়িত অনুলিপি
2) সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ৩ কপি ছবি
3) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি
কোর্সের সুবিধাসমূহ:
1. শিশুদের সঠিক পরিচর্যা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন।
2. শিশুদের পুষ্টি, স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে দক্ষতা বৃদ্ধি।
3. শিশুর মানসিক এবং শারীরিক উন্নয়নে সহায়ক দক্ষতা অর্জন।
4. শিশুদের জন্য কর্মসংস্থান এবং বিভিন্ন সামাজিক সেবা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ।
5. প্রশিক্ষণ শেষে শিশুদের পরিচর্যার জন্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ।
যোগাযোগ:
সিলেট অফিস:
হোয়াইট পার্ল গ্রুপ অব ইনস্টিটিউশনস
বাড়ী নং ১৪, মেইন রোড, ব্লক – ই, শাহজালাল উপশহর, সিলেট
মোবাইল: ০১৬২৫২৬৪৪২৫
মৌলভীবাজার:
হোয়াইট পার্ল প্রফেশনাল ইনস্টিটিউট
ওয়াপদা রোড, মৌলভীবাজার
মোবাইল: ০১৭৮৬৪০০৬৪৩
সুনামগঞ্জ:
আনোয়ারা মুজাহিদ প্রফেশনাল ইন্সটিটিউট
সদর হাসপাতাল রোড, সুনামগঞ্জ
মোবাইল: ০১৬১২১৫৬৫৫৫