সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এস.সি ইন ফিজিওথেরাপি (৫ বছর মেয়াদী প্রফেশনাল কোর্স)
ভর্তির যোগ্যতাঃ
বিজ্ঞান বিভাগ হতে (জীববিজ্ঞান সহ) SSC ও HSC বা সম-মান পাস। দুই পরীক্ষায় সর্বমোট জিপিএ ৭ (কোন পরীক্ষায় জিপিএ ৩ এর নীচে থাকা যাবে না)। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এইচএসসি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ কৃত ছাত্র/ছাত্রী ভর্তির আবেদন করিতে পারিবেন।
ইন্টার্নীঃ
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল
সিলেট এম এ জি মেডিক্যাল কলেজ হাসপাতাল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
সিআরপি
ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস হসপিটাল (নিটোর)
চিকিৎসা সনদঃ
বাংলাদেশ জাতীয় সংসদ বিল নং ৫৭/২০১৮ অনুযায়ী ফিজিওথেরাপিষ্টগণ প্রাকটিশনার হিসেবে ফিজিওথেরাপী চিকিৎসা সনদ BMDC এর ন্যায়) বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল হতে গ্রহণ করিবেন।
চাকরির ক্ষেত্র সমূহঃ
সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে ফিজিওথেরাপিষ্ট হিসেবে নিয়োগ
জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন
সরকারী ও বেসরকারী হাসপাতাল
জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল
পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ, বাক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত স্কুল, অটিজম স্কুল ও এনজিওতে চাকুরির সুযোগ
রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কাজের সুযোগ
আত্ম-কর্মসংস্থানের সুযোগ।
বর্তমানে স্নাতক ফিজিওথেরাপি পাশকৃতরা নিচের পদসমূহে চাকরি পেয়ে থাকেনঃ
ফিজিওথেরাপী কনসালটেন্ট
ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট
ফিজিওথেরাপী লেকচারার ইত্যাদি
উচ্চ শিক্ষা
দেশের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এমএসসি ইন ফিজিওথেরাপী ও এমএসসি ইন রিহ্যাবিলিটেশন সাইন্স প্রোগ্রাম পরিচালনার জন্য অনুমতি প্রাপ্ত প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়াও দেশের বাইরে উক্ত বিষয়ের উপর উচ্চতর ডিগ্রী ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কলেজ কর্তৃপক্ষ উচ্চশিক্ষার জন্য সার্বিক সহযোগীতা করতে বদ্ধ পরিকর।
যোগাযোগ:
সিলেট অফিস:
হোয়াইট পার্ল গ্রুপ অব ইনস্টিটিউশনস
বাড়ী নং ১৪, মেইন রোড, ব্লক – ই, শাহজালাল উপশহর
সিলেট।
মোবাইল: ০১৬২৫২৬৪৪২৫
মৌলভীবাজার:
হোয়াইট পার্ল কলেজ অব হেলথ সাইন্স
ওয়াপদা রোড, মৌলভীবাজার
মোবাইল: ০১৭৮৬৪০০৬৪৩
সুনামগঞ্জ:
আনোয়ারা মুজাহিদ কলেজ অব হেলথ সাইন্স
সদর হাসপাতাল রোড, সুনামগঞ্জ।
মোবাইল: ০১৬১২১৫৬৫৫৫
www.wp-bd.org
আইএইচটি ডিপ্লোমা কোর্স সমূহ: ফ্যাকাল্টি সমূহ:
১. ডিপ্লোমা ইন ল্যাব মেডিসিন (প্যাথলজি)
২. ডিপ্লোমা ইন ল্যাব ফিজিওথেরাপি
৩. ডিপ্লোমা ইন রেডিওলজি এন্ড ইমেজিং
৪. ডিপ্লোমা ইন ডেন্টাল
৫. ডিপ্লোমা ইন ফাম্মেসী