Preloader Close
care-giver-course in sylhet

কেয়ার গিভিং কোর্সে ভর্তি চলছে!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সুদক্ষ জনবল গড়ার লক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ (NSDA) প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক নিবন্ধিত ৩ মাস মেয়াদী কেয়ার গিভিং কোর্সে ভর্তি চলছে।
***কেয়ার গিভিং কোর্স সম্পন্ন করলেই ১০০% চাকুরীর নিশ্চয়তা***

প্রশিক্ষন কোর্সের নাম, যোগ্যতা ও অভিজ্ঞতা, কোর্স ফিঃ

_______________________________________________________
১। জেনারেল কেয়ার গিভিং লেভেল – ২ ; (অষ্টম শ্রেণী/সমমান পাশ অথবা সংশ্লিষ্ট কাজের উপর ২ বছরের অভিজ্ঞতা। কোর্স ফি- ৩০,৫০০/-)
২। কেয়ার গিভিং (ইল্ডারলি) লেভেল- ৩, কেয়ার গিভিং (ইনফ্যান্ট, টোড্ডলার এবং চিলড্রেন) লেভেল- ৩, কেয়ার গিভিং (পারসন উইথ স্পেশাল নিড্স) লেভেল- ৩ ; (এস.এস.সি/সমমান পাশ অথবা সংশ্লিষ্ট কাজের উপর ২ বছরের অভিজ্ঞতা। কোর্স ফি- ৩৫,৫০০/-)
৩। কেয়ার গিভার RPL লেভেল – ২, ৩ ; (এস.এস.সি/সমমান পাশ অথবা সংশ্লিষ্ট কাজের উপর ২ বছরের অভিজ্ঞতা। কোর্স ফি- ১০,০০০/-)

কেয়ার গিভিং কোর্সটি কেন করবেনঃ

____________________________________
* কোর্সটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA), প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক অনুমোদিত এবং কোর্সের সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
* কেয়ার গিভার কোর্স সম্পন্ন করলেই জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, সহ উন্নত দেশগুলোতে কেয়ার গিভার হিসেবে চাকুরির বিশেষ সুযোগ।
* কোর্স শেষে দেশরে অভ্যন্তরে বিভিন্ন সরকারী/বেসরকারী হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নার্সিং হোম, প্যারালাইসিস সেন্টার সমূহে এবং সেবা গ্রহীতাদের হোম কেয়ার প্রদানের মাধ্যমে আকর্ষণীয় বেতনে চাকুরির সুযোগ রয়েছে।
* যোগ্য কেয়ার গিভারদের বিভিন্ন কেয়ার গিভার প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্তির সর্বোচ্চ সুযোগ।
* অত্যাধুনিক প্রদ্ধতিতে শিক্ষার্থীদের ইংরেজী ও জাপানী ভাষা শেখার সুবিধা।

ঠিকানাঃ
হোয়াইট পার্ল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার।
বাড়ি নং ১৪, মেইন রোড, ব্লক – ই, শাহজালাল উপশহর, সিলেট।
মোবাইলঃ 01786400643, 01625264425
Email: wpttc.2020@gmail.com


ভর্তি অথবা কোর্স সংক্রান্ত যে কোনো ধরণের বিস্তারিত তথ্যের জন্য নিচের ফরমটি পূরণ করুন। আমরা আপনার সাথে যোগাযোগ করবো। ধন্যবাদ।

Easy Admission BD Logo

An easiest admission process is knocking at the door of your career. We are fostering your dream for making real. Grab such a golden opportunity. EasyAdmissionBD.com has wide range of experience
Address: House No. 14 | Block E | Main Road | Shahjalal Upashahar | Sylhet 📞 01625264425