কেয়ার গিভিং কোর্সে ভর্তি চলছে!
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সুদক্ষ জনবল গড়ার লক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ (NSDA) প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক নিবন্ধিত ৩ মাস মেয়াদী কেয়ার গিভিং কোর্সে ভর্তি চলছে।
***কেয়ার গিভিং কোর্স সম্পন্ন করলেই ১০০% চাকুরীর নিশ্চয়তা***
প্রশিক্ষন কোর্সের নাম, যোগ্যতা ও অভিজ্ঞতা, কোর্স ফিঃ
_______________________________________________________
১। জেনারেল কেয়ার গিভিং লেভেল – ২ ; (অষ্টম শ্রেণী/সমমান পাশ অথবা সংশ্লিষ্ট কাজের উপর ২ বছরের অভিজ্ঞতা। কোর্স ফি- ৩০,৫০০/-)
২। কেয়ার গিভিং (ইল্ডারলি) লেভেল- ৩, কেয়ার গিভিং (ইনফ্যান্ট, টোড্ডলার এবং চিলড্রেন) লেভেল- ৩, কেয়ার গিভিং (পারসন উইথ স্পেশাল নিড্স) লেভেল- ৩ ; (এস.এস.সি/সমমান পাশ অথবা সংশ্লিষ্ট কাজের উপর ২ বছরের অভিজ্ঞতা। কোর্স ফি- ৩৫,৫০০/-)
৩। কেয়ার গিভার RPL লেভেল – ২, ৩ ; (এস.এস.সি/সমমান পাশ অথবা সংশ্লিষ্ট কাজের উপর ২ বছরের অভিজ্ঞতা। কোর্স ফি- ১০,০০০/-)
কেয়ার গিভিং কোর্সটি কেন করবেনঃ
____________________________________
* কোর্সটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA), প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক অনুমোদিত এবং কোর্সের সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
* কেয়ার গিভার কোর্স সম্পন্ন করলেই জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, সহ উন্নত দেশগুলোতে কেয়ার গিভার হিসেবে চাকুরির বিশেষ সুযোগ।
* কোর্স শেষে দেশরে অভ্যন্তরে বিভিন্ন সরকারী/বেসরকারী হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নার্সিং হোম, প্যারালাইসিস সেন্টার সমূহে এবং সেবা গ্রহীতাদের হোম কেয়ার প্রদানের মাধ্যমে আকর্ষণীয় বেতনে চাকুরির সুযোগ রয়েছে।
* যোগ্য কেয়ার গিভারদের বিভিন্ন কেয়ার গিভার প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্তির সর্বোচ্চ সুযোগ।
* অত্যাধুনিক প্রদ্ধতিতে শিক্ষার্থীদের ইংরেজী ও জাপানী ভাষা শেখার সুবিধা।
ঠিকানাঃ
হোয়াইট পার্ল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার।
বাড়ি নং ১৪, মেইন রোড, ব্লক – ই, শাহজালাল উপশহর, সিলেট।
মোবাইলঃ 01786400643, 01625264425
Email: wpttc.2020@gmail.com