মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স (বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ৪ বছর মেয়াদী প্রফেশনাল কোর্স)
প্রোগ্রাম পরিচিতিঃ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্স একটি ডিপ্লোমা ডিগ্রি প্রোগ্রাম, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান এবং রোগী ব্যবস্থাপনার মৌলিক দক্ষতা অর্জন করতে সহায়ক। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রমীন পর্যায়ে সহকারী-চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদানকরার করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
ভর্তির যোগ্যতাঃ ২০২৫, ২০২৪, ২০২৩ বা ২০২২ সালে অনুষ্টিত এসএসসি (জীববিজ্ঞান সহ) বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ ৩.০০ থাকলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যায়।
কোর্সের সময়কালঃ
মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্সটি ৪ বছর মেয়াদী কোর্স।
ইন্টার্নশিপঃ
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল
সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল
হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল
লাইব্রেরী
ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার সুবিধার কথা বিবেচনা করে হোয়িইট পার্ল গ্রুপ বিষয়ভিত্তিক ও রেফারেন্স বই সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে। লাইব্রেরিতে দেশী – বিদেশী হাজারো বইয়ের সবাবেশ তৈরী করা হয়েছে। প্রতিবছর নতুন নতুন বই সংযোজনের মাধ্যমে এ সংখ্যা বাড়াতে হোয়াইট পার্ল গ্রুপ সদাসচেষ্ট।
পেশাগত সনদঃ
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল হতে ডিএমএফ পাসকৃত ছাত্র/ছাত্রীগণ পেশাগত লাইসেন্স গ্রহন করে থাকেন।
চাকরির ক্ষেত্রঃ
· সরকরী ভাবে সাব-এ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার
· মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট
· প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে ক্লিনিক্যাল সহকারী
· রোগী সহায়ক
বিকল্প ব্যবস্থাঃ
· চেম্বার করার মাধ্যমে রোগীকে সেবা করার সুযোগ
· গ্রামীন পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের সুযোগ
যোগাযোগঃ
সিলেট অফিস
হোয়াইট পার্ল গ্রুপ অব ইনস্টিটিউশনস
বাড়ী নং ১৪, মেইন রোড, ব্লক – ই, শাহজালাল উপশহর, সিলেট।
মোবাইল: ০১৬২৫২৬৪৪২৫
মৌলভীবাজার
হোয়াইট পার্ল কলেজ অব হেলথ সাইন্স
ওয়াপদা রোড, মৌলভীবাজার
মোবাইল: ০১৭৮৬৪০০৬৪৩
সুনামগঞ্জ
আনোয়ারা মুজাহিদ কলেজ অব হেলথ সাইন্স
সদর হাসপাতাল রোড, সুনামগঞ্জ।
মোবাইল: ০১৬১২১৫৬৫৫৫
ওয়েবসাইট: www.wp-bd.org