বি.এস.সি ইন নার্সিং (৪ বছর মেয়াদী কোর্স) – সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে
ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বি.এস.সি নার্সিং) একটি পেশাগত ডিগ্রি প্রোগ্রাম যা শিক্ষার্থীদের নার্সিংয়ের মৌলিক দক্ষতা, রোগী যত্ন এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় দক্ষতা প্রদান করে। এই কোর্স দক্ষ নার্স তৈরির উদ্দেশ্যে পরিচালিত, যারা স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে সক্ষম হবে।
ভর্তির যোগ্যতাঃ
বিজ্ঞান বিভাগ হতে (জীববিজ্ঞান সহ) SSC ও HSC বা সম-মান পাস। দুই পরীক্ষায় সর্বমোট জিপিএ ৭ (তবে কোন পরীক্ষায় জিপিএ ৩ এর নীচে থাকা যাবে না)। ২০২১ বা ২০২২ সালে SSC এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি পাশকৃত ছাত্র/ছাত্রী ভর্তির আবেদন করিতে পারিবেন।
কোর্সের সময়কাল:
বি.এস.সি ইন নার্সিং একটি ৪ বছরের কোর্স যা সাধারণত: বৎসর ভিত্তিক হিসাবে পরীক্ষা দ্বারা নিয়ন্ত্রিত। প্রতিটি বৎসরে রয়েছে তাত্ত্বিক পাঠ, ব্যবহারিক ক্লাশ এবং ক্লিনিক্যাল প্রাকটিস, যা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা লাভে সহায়তা করে।
ইন্টার্নীঃ
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল
সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল
হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল
উচ্চ শিক্ষা
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহে উপরোক্ত বিষয়ের উপর উচ্চতর ডিগ্রী নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া্ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ অবারিত।
লাইব্রেরী:
ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার সুবিধার কথা বিবেচনা করে হোয়িইট পার্ল গ্রুপ বিষয় ভিত্তিক ও রেফারেন্স বই সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে। লাইব্রেরিতে দেশী বিদেশী হাজারো বইয়ের সমাবেশ তৈরী করা হয়েছে। প্রতি বছর নতুন নতুন বই সংযোজনের মাধ্যমে এ সংখ্যা বাড়াতে হোয়াইট পার্ল গ্রুপ সদাসচেষ্ট।
পেশাগত সনদঃ
বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল হতে পাশকৃত ছাত্র/ছাত্রীগণ লাইসেন্সিং পরীক্ষার মাধ্যমে রেজিষ্টার্ড নার্স হিসেবে লাইসেন্স গ্রহণ করে থাকেন।
চাকরির ক্ষেত্র সমূহঃ
বাংলাদেশ সরকারের সকল সরকারী হাসপাতাল, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক সমূহ, বিশেষায়িত প্রতিষ্ঠান ইত্যাদি।
যোগাযোগ:
সিলেট অফিস:
হোয়াইট পার্ল গ্রুপ অব ইনস্টিটিউশনস
বাড়ী নং ১৪, মেইন রোড, ব্লক – ই, শাহজালাল উপশহর
সিলেট।
মোবাইল: ০১৬২৫২৬৪৪২৫
মৌলভীবাজার:
হোয়াইট পার্ল নার্সিং কলেজ
ওয়াপদা রোড, মৌলভীবাজার
মোবাইল: ০১৭৮৬৪০০৬৪৩
সুনামগঞ্জ:
আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজ
সদর হাসপাতাল রোড, সুনামগঞ্জ।
মোবাইল: ০১৬১২১৫৬৫৫৫
www.wp-bd.org